২০১৭ সালে গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী সোমনাথ মন্দিরে পুরোহিতের বকুনি খেয়েছিলেন। তাঁর বকুনি খাওয়ার কারণ নাকি মন্দিরে গিয়ে নামাজ পড়ার ভঙ্গিতে বসা। এদিন এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন গুজরাটের আহমেদাবাদের একটি জনসমাবেশে যোগী আদিত্যনাথ বলেন, ‘গুজরাটের লোকেরাই রাহুল গান্ধীর মুখোশ খুলে দিয়েছে। তিনি সোমনাথ মন্দির যান এবং নামাজের মতো হাঁটু মুড়ে প্রার্থনা জানাতে বসেন। মন্দিরের পুরোহিত তাঁকে তিরষ্কার করে বলেন এটা মন্দির, এখানে হাঁটু মুড়ে নয়, পা ভাঁজ করে আসনে বসতে হয়।’ এই মুহূতে উত্তর প্রদেশে লোকসভা নির্বাচনে প্রস্তুতির নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার তিনি অযোধ্যা মন্দির শহরে যাবেন। রাম জন্মভূমি ও বাবরি মসজিদ মামলাটি বিজেপি এবং তাদের পরামর্শক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি প্রধান নির্বাচনী ইস্যু। আদিত্যনাথ বলেন, ‘নির্বাচন কাছাকাছি না থাকলে পবিত্র স্থান দেখার মতো সময় থাকে না কংগ্রেসের হাতে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct