একজন পুরুষের জন্য এক বিশেষ ধরণের জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট প্রাথমিকভাবে মানবদেহের জন্য নিরাপদ কিনা, তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমেরিকার নিউ অর্লিনসে একটি নেতৃস্থানীয় মেডিক্যাল সম্মেলনে এ কথা জানা গিয়েছে। দিনে একটি করে খেতে হবে এই ট্যাবলেট। এতে আছে এক ধরণের হরমোন - যা পুরুষের দেহে শুক্রকীটের উৎপাদন বন্ধ করে দেওয়ার মাধ্যমে কাজ করবে। পুরুষদের জন্য বর্তমানে কনডম এবং ভ্যাসেকটমি ছাড়া আর কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নেই। কিন্তু এন্ডোক্রিন ২০১৯ নামের সেই সম্মেলনে আরো বলা হয়, এ ট্যাবলেট বাজারে আসতে দশ বছর সময় লেগে যেতে পারে। ইংল্যান্ডের মহিলাদের জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট চালু হয়েছিল ৫০ বছরেরও বেশি আগে।কিন্তু পুরুষদের ট্যাবলেট চালু করতে এত সময় লাগছে কেন? অনেকে বলেন, পুরুষদের জন্মনিয়ন্ত্রণ বড়ি চালু করার ক্ষেত্রে 'সামাজিক ও বাণিজ্যিক ইচ্ছার ঘাটতি' আছে। কিন্তু একাধিক জনমত জরিপে দেখা গেছে যে অনেক পুরুষই বলেছেন যে যদি এরকম ওষুধ পাওয়া যায় - তাহলে তারা তা ব্যবহার করার কথা বিবেচনা করবেন।কিন্তু পুরুষটি যে বড়ি খেয়েছেন - সে কথা কি তার মহিলা সঙ্গিনী বিশ্বাস করবেন? ২০১১ সালে চালানো এ্যাংগলিয়া রাস্কিন ইউনিভার্সিটির একটি জরিপ বলছে, ১৩৪ জন মহিলা উত্তরদাতার মধ্যে ৭০ জনই বলেছেন, তাদের মনে এই উদ্বেগ কাজ করবে যে তাদের পুরুষ সঙ্গীটি হয়তো বড়ি খেতে ভুলে যাবেন।তা ছাড়া জীববৈজ্ঞানিক চ্যালেঞ্জও আছে। পুরুষদের জন্য হর্মোনভিত্তিক একটি ট্যাবলেট তৈরি করার সময় বিজ্ঞানীদের এটা নিশ্চিত করতে হবে যে - তার যৌন অনুভূতি বা পুরুষাঙ্গের উত্থানশক্তি কমে না যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct