পুলওয়ামায় সেনাবাহিনীর ওপর জঙ্গিহানার পাল্টা হিসেবে ভারতও পাল্টা জঙ্গি ঘাটি উড়িয়ে দেওয়ার লক্ষে্য বালাকোট এলাকায় এয়ারস্ট্রাইক চালায়। সেই হামলা শেষে ভারতের তরফ থেকে দাবি করা হয়েছিল, সে হামলায় পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় বালাকোটে জইশ-ই-মুহাম্মদসহ তিনটি জঙ্গি ঘাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।সে ব্যাপারে এদিন অস্ট্রেলীয় স্ট্র্যাটিজিক পলিসি ইনস্টিটিউট (এএসপিআই) বলছে, স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে, বালাকোট এলাকায় ভারতের লক্ষ্যবস্তু ভবনগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। অগ্নিকাণ্ডের পরদিনই ইউরোপীয় স্পেস স্যাটেলাইট ছবি প্রকাশ করে। ওই ছবিতে দেখা যায়, সেখানকার ঘরগুলির ছাদ ক্ষতিগ্রস্ত হয়নি। এএসপিআই তাদের প্রতিবেদনে বলে, ' স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে, কম বিস্ফোরক ভর্তি একটি অস্ত্র ভবনগুলোর কিছুটা ক্ষতি করতে পারে। খুবই স্পষ্ট ওই স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে, লক্ষ্যবস্তুতে আঘাত হানতে তারা ব্যর্থ হয়। স্পাইস ২০০০ বোমাগুলোর নিশানা নির্ধারণ ঠিক ছিল না। এ কারণে এগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। এগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তু থেকে ৩৩ মিটার ওপরে ছোড়া হয়। হামলার জন্য ফ্রেঞ্চ জেট, ইসরায়েলি অস্ত্র এবং ইউএস জিপিএস ব্যবহার করা হয়। এগুলো ভারতের পুরোনো তথ্যভিত্তিক নকশা অনুযায়ী চলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct