বর্তমানে সময়ে অধিকাংশ ভারতীয় সন্ত্রাসবাদ নিয়ে চিন্তিত।সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা হামলারও আগে এক সমীক্ষায় ৭৬ শতাংশ ভারতীয় জানিয়েছে, তারা মনে করেন পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে তারা চিন্তিত, ভীত। এর মধ্যে ৭ শতাংশ ভারতীয় অবশ্য তা মনে করেন না। ৬৫ ভাগ অংশগ্রহণকারী মনে করে যে ২০ বছর আগের থেকে বর্তমানে ভারতীয়দের অর্থনৈতিক অবস্থা ভালো। তবে সমীক্ষায় দেশে বেড়ে চলা বেকারত্বকে অনেক বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।মোট ৭৬ ভাগ অংশগ্রহণকারী মনে করে বেকারত্ব নিরসনে গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার বিশেষ কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সম্প্রতি মার্কিন সংস্থার সমীক্ষায় এ তথ্য প্রকাশিত হয়েছে। ওয়াশিংটনভিত্তিক মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের দুই হাজার ৫২১ জনের ওপর পরিচালিত এ জরিপটি ২০১৮ সালের ২৩ মে থেকে ২৩ জুলাই এর মধ্যে চালানো হয়। সমীক্ষায় উঠে এসেছে দেশের ৭৩ ভাগ মানুষ মনে করে মুদ্রাস্ফীতি দেশটির জন্য অনেক বড় একটি সমস্যা। ৬৫ ভাগ মনে করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বর্তমানে বেশ খারাপ আকার ধারণ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct