নির্দিষ্ট কিছু পণ্যের রফতানির ক্ষেত্রে লাইসেন্সের আবেদন এবং তার প্রক্রিয়া এখন থেকে অনলাইনে করা যাবে দেশে। গত ১৯ মার্চ থেকে এই ব্যবস্থা চালু হলেও ১ এপ্রিল থেকে এই পদ্ধতি বাধ্যতামূলক হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়। সরকারি সূত্রের খবর, জৈব জ্বালানি-সহ কয়েকটি পণ্যের রফতানির ক্ষেত্রে আলাদা লাইসেন্সের প্রয়োজন হয়। এত দিন হাতে হাতে কাগজের মাধ্যমে এই দরখাস্ত করতে হত। প্রক্রিয়াও হত সে ভাবেই। এখন থেকে পুরো প্রক্রিয়াটাই হবে অনলাইনে। সহজে ব্যবসার পরিবেশ সৃষ্টির জন্যে এই উদ্যোগ বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগ (ডিজিএফটি)। কেন্দ্রীয়
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কাজে জটিলতা কমলে মূল ব্যবসাতেও তার ইতিবাচক প্রভাব পড়বে। এ ক্ষেত্রে লাইসেন্স পাওয়া সহজ হলে রফতানিও বৃদ্ধি পাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct