গত ২৩ মার্চ চিপকে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় আইপিএলের ১২তম আসর। হিন্দি, ইংরাজির পাশাপাশি সমথকদের সুবিধাথে বাংলা ভাষায় ধারাভাষ্যের ব্যবস্থা করেছে আয়োজক সংস্থা।বাংলায় ধারাভাষ্য শোনা যাবে জলসা মুভিজ এ। ওই চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় ম্যাচ।আর ওই জনপ্রিয় চ্যানেলটিতেই বাংলা ভাষায় ধারাভাষ্য দিতে দেখা যাচ্ছে বাংলাদেশের ধারাভাষ্যকার আতহার আলী খান। সাধারণত তিনি ইংরেজিতে ধারাভাষ্য দিয়ে থাকলেও আইপিএলে জলসা মুভিজে তিনি ধারাভাষ্য দিচ্ছেন বাংলায়! বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের কাছে ব্যাপারটি এসেছে চমক হিসেবে। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই এ নিয়ে মতামত প্রকাশ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct