মদের বিরুদ্ধে সরব হোল ময়ূরেশ্বর ব্লকের ডাবুক অঞ্চলের মজুরহাটি গ্রামের মহিলারা। এই গ্রামের একাধিক স্বনির্ভর দলের মহিলারা একজোট হয় চোলাই মদের বিরুদ্ধে সোচ্চার হোন। একাধিক স্বনির্ভর দলের মহিলারা জমায়েত হয়ে দাবী তোলেন, যারা মদ তৈরী করছে এবং বিক্রী করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্হা নিতে হবে। চোলাই মদের কারনে অল্প বয়সেই অনেক দুরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছে। আবার সাংসারিক অশান্তির ঘটনাও বাড়ছে।
বীরভূমে চোলাই মদের রমরমা বাজার নতুন কিছু নয়। এর আগেও চোলাই মদ কেনাবেচার ঘটনা ঘটেছে। আবগারী দফতর অনেক সময় নড়েচড়ে বসলেও ধারাবাহিক ভাবে অভিযান চালাচ্ছে না বলেও অভিযোগ। আবার সময় সময় পুলিশের বিরুদ্ধেও টাকা নিয়ে চোলাই কারবার চালানোর অভিযোগ উঠে। মজুরহাটি গ্রামে চোলাই মদের রমরমা হওয়াই গ্রামের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে মহিলাদের অভিযোগ। সেই অভিযোগ সমস্ত চোলাই কারবারিদের হঠানোর জন্য আন্দোলন করছেন মহিলারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct