কমবয়সিদের মনে যথেষ্ট প্রভাব ফেলছে ইনস্টাগ্রাম। ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম সবচেয়ে খারাপ সামাজিক মাধ্যম হিসেবে আখ্যা পেয়েছে। আমেরিকার একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথের করা এই সমীক্ষায় ১৪-২৪ বছর বয়সী ১৪৭৯ জনের উপর ইউটিউব, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ফেসবুক ও টুইটার ব্যবহারে তাদের সুস্থ থাকা ও স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়ে সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। সমীক্ষায় অংশগ্রহণকারীদের ১৪টি স্বাস্থ্য ও সুস্থ থাকা বিষয়ে প্রতিটি প্লাটফর্মকে নাম্বার দিতে বলা হয়। এই রেটিংয়ের ফলাফলে দেখা যায়, মানসিক স্বাস্থ্যে প্রভাবের ক্ষেত্রে ইউটিউব সবচেয়ে ইতিবাচক ভূমিকা রাখে, তারপর টুইটার ও ফেসবুক। সবচেয়ে কম স্কোর পায় স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রাম।
সমীক্ষায় আরও বলা হয়, কমবয়সীদের ‘মানসিক স্বাস্থ্য খারাপ হওয়া সামাজিক মাধ্যম ত্বরান্বিত করতে পারে।’ প্রায় ৯০ শতাংশ কমবয়সী সামাজিক মাধ্যম ব্যবহার করেন- যা অন্য যে কোনো বয়সীদের চেয়ে বেশি। এ কারণে তাদের ওপর প্রভাবের ঝুঁকিটাও বেশিই থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct