প্রচার শুরু করার আগেই চরম বিতর্কের মুখে দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। দক্ষিণ মালদার তৃনমুলের প্রার্থী মোয়াজ্জেম হোসেন বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে দ্বারস্থ নির্বাচন কমিশনের কাছে। এদিন মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরীর স্বামী আর.কে মিত্র কেন্দ্রীয় গৃহমন্ত্রকের প্রাক্তন অধিকর্তা ছিলেন। বর্তমানে চুক্তিবদ্ধভাবে কেন্দ্রীয় সরকারের উপদেষ্টা পদেকর্মরত রয়েছেন। বর্তমানে তাঁকে এই রাজ্যের কেন্দ্রীয় বাহিনীর মাথায় বসানো হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি কাজ। তিনি বলেন নির্বাচন নিরপেক্ষ হবে না কারন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে এই রাজ্যেপাঠানো হয়েছে।
মোয়াজ্জেম হোসেনের অভিযোগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে কারোর সন্তান আত্মীয়-স্বজন যদি পরীক্ষা দেয় তাহলে সেই ব্যক্তি পরীক্ষার কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না। এক্ষেত্রে একজন মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই রাজ্যে নির্বাচনের কাজে ব্যবহৃত কেন্দ্রীয় বাহিনীর শীর্ষে তার স্বামীকে বসানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct