ভারতে সবচেয়ে পবিত্র নদীটি হল গঙ্গা। তবে সেই গঙ্গা নদী এখন ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে গোটা দেশের কাছে।পশ্চিমবঙ্গে প্রবেশের পর এই গঙ্গার রোজ মিশে যাচ্ছে ২০০ কোটি ৭০ লক্ষ লিটারেরও বেশি বর্জ্য পদাথ । যার ফলে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে পবিত্র গঙ্গার জল। এতে আগামীদিনে অকেজো হয়ে যাবে ২০ থেকে ২৫টি গ্রুপের অন্তত ২৫০ থেকে ২৭৫টি অ্যান্টিবায়োটিক। তাতে সাধারণ মানুষের দেহে নানা রকমের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়বে। আড়াই হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ গঙ্গার বুকের গজিয়ে উঠছে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া। কয়েকশো প্রজাতির। যারা সব ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধকেই অকেজো করে দিতে পারে।সবচেয়ে ভয়ের বিষয়, সব রকমের ব্যাকটেরিয়ার প্রজাতিগুলি দ্রুত গজিয়ে উঠছে। তারা গঙ্গার প্রবাহে ছড়িয়ে পড়ছে আরও দ্রুত হারে। মিশছে বাতাসে, আশপাশের পরিবেশে। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে,গঙ্গার জলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক-রোধী নানা রকমের ব্যাকটেরিয়া। যাদের শরীরে রয়েছে ভয়ঙ্কর কয়েকটি জিন। ওই জিনগুলিই গঙ্গার জলে থাকা ব্যাকটেরিয়াগুলিকে খুব দ্রুত হারে বদলে দিচ্ছে। তাদের করে তুলছে সব রকমের অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী। তাদের বংশবৃদ্ধিও হচ্ছে লাফিয়ে লাফিয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct