জীবনে মানুষ শখ করে। সেই শখ মেটানোর জন্য অনেকে ফালতু টাকা খরচ করে থাকেন। কারো শখ ধনী হওয়া, কারো শখ মন্ত্রী হওয়া। কিন্তু এমনটা শোনা যায় না যে পুলিশ তাকে গ্রেফতার করা। কেউ যদি এমন শখ করে থাকেন তাহলে তাকে পাগল বলা হতে পারে। কিন্তু না, জেনেশুনেই নিজের শখ পূরণ করতে চাইলেন এক ব্রিটিশ বৃদ্ধা। তিনি ব্রিটিশ পুলিশের কাছে আর্জি জানান, জীবনে কখনো গ্রেফতার হননি, একবার যেন তাকে মরার আগে গ্রেফতার করে জীবনের সাধ মেটানো হয়। কথা রেখেছে ব্রিটেনের পুলিশ।
জানা গেছে, ১০৪ বছর বয়সী এক ব্রিটিশ মহিলা অ্যানি ব্রোকেনব্রো’র মৃত্যুর আগের শেষ স্বপ্ন ছিল জীবনে একবার যেন কারাগারের মুখ দেখি। কারণ, ১০৪ বছর বয়স পর্যন্ত কোনো আইন না ভাঙ্গায় জেলে যেতে হয়নি। তাই জেলে যাওয়ার অভিজ্ঞতা পূরণের জন্য তিনি পুলিশের কাছে ইচ্ছা পূরণের আবেদন করেছিলেন অ্যানি ব্রোকেনব্রো। স্টোকবিশপ এলাকার স্টোকেলেঘ কেয়ার হোম নামের একটি বৃদ্ধাশ্রমের বাসিন্দা ব্রোকেনব্রো সম্প্রতি ‘উইশিং ওয়াশিং লাইন ইনিশিয়েটিভ’ নামের একটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। বয়স্ক মানুষদের মনের ইচ্ছাপূরণ করতেই ওই ইভেন্টের আয়োজন করা হয়। নিজের অপূর্ণ ইচ্ছার কথা জানাতে গিয়ে অ্যানি লিখেছিলেন, ‘আমার ইচ্ছা, আমাকে গ্রেফতার করুক পুলিশ। আমার বয়স ১০৪ এবং আমি কখনও আইনভঙ্গ করিনি।’ এই ইচ্ছা প্রকাশের পর ওই সংস্থার পক্ষ থেকে বিষয়টি জানানো হয় অ্যাভন ও সমারসেট পুলিশকে। শেষমেশ অ্যানির ইচ্ছাপূরণ করেছে সমারসেটের পুলিশ। শেষ ইচ্ছা অনুযায়ী ঐ বৃদ্ধাশ্রম থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় ব্রোকেনব্রো খুশিতে মওতে ওঠেন। তার মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct