নিউজিল্যান্ডের মসজিদে হামলার ক্ষত শুকাতে না শুকাতেই এবার মসজিদে হামলার ঘটনা ঘটল মার্কিন মুলুকে। ক্রাইস্টচার্চের হামলাকারী ব্রেন্টন বলেছিল সে মার্কিন প্রেসিডেন্টের ভক্ত। এবার সেই প্রভাব গিয়ে পড়ল আমেরিকার উন্নত শহর ক্যালিফোর্নিয়ায়।
এবার হামলার শিকার হল সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদ। মার্কিন সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে, জঙ্গিরা আগুন ধরিয়ে দেয় মসজিদটিতে। রোববার ভোর ৩ টা নাগাদ ঘটে এ ঘটনা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে আমেরিকাকে।
যদি মসজিদে আগুন লাগানোর মসজিদের ভেতরে ছিলেন ৭ জন মুসল্লি। ভোরের নামাজ বা ফজরের নামাজের জন্য তারা উঠে পড়ে তারা পালিয়ে বাঁচতে সক্ষম হন।কেউ হতাহত না হলেও মসজিদের বাইরের সামান্য অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
হামলার শিকার ওই মসজিদ থেকে দেশটির পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে বলে জানানো হয়েছে। চিরকুটে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনার উল্লেখ রয়েছে। তবে এর বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি পুলিশ।
ক্যালিফোর্নিয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সানডিয়াগো শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত ইসলামিক সেন্টার অব এসকনডিডোতে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আক্রান্ত ওই মসজিদের নামাজি ইউসুফ মিলার বলেন, নামাজ শেষে রাতে মসজিদে ৭ জন মুসিল্লি ঘুমিয়েছিলেন। ভোরের দিকে গোপনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। যদিও বরাত জোরে তারা বেঁচে গেছেন। এই ঘটনা ইসলাম বিদ্বেষের শিকার বলে মার্কিন পুলিশের ধারণা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct