সব প্রশ্নের উত্তর হাতে-নাতে পেতে আমাদের গুগল-এর শরণাপন্ন হতে হয়।এছাড়া গুগল পে, গুগল অ্যাসিসটেন্ট, গুগল ডুও-র মতো একাধিক অ্যাপ যেগুলো আমাদের নানা প্রয়োজন সহজে মিটিয়ে দেয়। কিন্তু এবার গুগল-এর একটি অত্যন্ত জনপ্রিয় অ্যাপ বন্ধ করে দিচ্ছে সংস্থা। জানা গিয়েছে, আগামী ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগল-এর ব্যাপক ব্যবহৃত ও বহুল জনপ্রিয় অ্যাপ 'ইনবক্স'। ২০১৪ সালের ২২ অক্টোবর 'জিমেল' ব্যবহারকারীদের জন্য চালু হয়েছিল এই অ্যাপ। এবার 'ইনবক্স'-এর পরিবর্তে ‘বাউন্ডেলস' ফিচারটি যুক্ত করা হবে জিমেল-এর সঙ্গে। এই ‘বাউন্ডেলস’ ফিচারে একই বিষয়ের একাধিক মেইল গ্রুপ করে রাখা যাবে। এছাড়াও একাধিক নতুন ফিচার যুক্ত হচ্ছে জিমেল-এ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct