রবিবার সাধারণত অন্যান্য দিনের তুলনায় রাস্তাতে গাড়ির সংখা কমই থাকে। তাসত্ত্বেও ৮১ নং জাতীয় সড়কে ঘটে গেল দুর্ঘটনা। একটি বেসরকারি যাত্রীবাহি বাস সামনের বাসটিকে ওভারটেক করতে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে ৮১ নং জাতীয় সড়ক সংলগ্ন এক বাড়িতে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। আহতদের মধ্যে বাসযাত্রী সহ স্থানীয় দুই ব্যক্তি৷ আহতদের তরিঘরি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ দুর্ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের পাহাড়পুর এলাকার কালীতলাতে।
এলাকা বাসিরা জানান, এদিন দুপুরে যাত্রীবাহী বাসটি মালদহ থেকে চাঁচলে দিকে যাছিলো। দ্রুত গতিতে যাত্রীবাহী বাসটি চালানো হচ্ছিল বলে অভিযোগ। সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গেলে সামনে চলে আসে ভুটভুটি। বাসের চালক গতির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়িতে ঢুকে পড়ে। তারফলে তিনটি দোকান সহ একটি বাড়ি খতিগ্রস্ত হয়। রাস্তার পাশে কয়েকজনের বাইসাইকেল সহ ৩টি মোটরসাইকেল রাখাছিল। সেগুলো বাসের তলায় চাপা পড়ে বলে অভিযোগ। স্থানীয়দের ক্ষোভ, মহকুমা সদর চাঁচল সংলগ্ন জনবহুল৷ সবসময় এখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে৷ কিন্তু গাড়ির গতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই প্রশাসনের।
দুর্ঘটনায় বাড়ির ক্ষতিতে ভেঙে পড়েছেন মালিক রাজু পাণ্ডে৷ তিনি বলেন, “দুর্ঘটনায় তাঁর বাড়ির আর কিছু অবশিষ্ট নেই৷ তিনি বাড়ির সামনের অংশে একটি ওষুধের দোকান ভাড়া দিয়েছিলেন৷ দুর্ঘটনায় দোকানদার ও সেই সময় সেখানে থাকা এক ক্রেতাও আহত হন৷ আহত হয়েছেন বেশ কয়েকজন বাসযাত্রীও৷ বাসটি ৩টি মোটরবাইক নষ্ট করেছে৷” তিনি আরও বলেন, “দুর্ঘটনটি একটু বেলায় ঘটেছে৷ রবিবার তাঁর বাড়ির সামনে একটি মাংসের দোকান বসে৷ সকালে সেখানে প্রচুর মানুষের ভিড় হয়৷ সেই সময় এই দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতি আরও বাড়ত৷” গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও দাবি তিনি তুলেছেন ।
জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন৷ রবিবার থাকায় যাত্রীর সংখ্যা একটু কমই ছিল৷ তা না হলে আহতের সংখ্যা আরো বাড়ত৷
পুলিশ জানায়, তদন্তে শুরু করা হয়েছে। তবে দুর্ঘটনাগ্রস্থ বাসটির চালক ও খালাসি পলাতক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct