এবার বিজেপির 'খতম' তালিকায় চলে এলেন বিহারিবাবু শত্রুঘ্ন সিনহা! খতম বলতে ২০১৯ লোকসভা নির্বাচনের বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন।
বিজেপির বিক্ষুব্ধ নেতা শত্রুঘ্ন সিনহার পরিবর্তে বিহারের পাটনা সাহিব লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদকে প্রার্থী করা হয়েছে। বেগুসরাই থেকে কেন্দ্রীয় ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প প্রতিমন্ত্রী গিরিরাজ সিংকে প্রার্থী করা হয়েছে। এছাড়া আরা কেন্দ্র থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আর.কে.সিং এবং সরণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিজেপির জাতীয় মুখপাত্র রাজীব প্রতাপ রুড্ডিকে। পাটনায় সংবাদ সম্মেলন করে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) জোট বিহারে (৪০) আসনে তাদের প্রার্থী ঘোষণা করে। আসন সমঝোতা হওয়ায় ১৭ টি কেন্দ্রে লড়াই করবে বিজেপি, জনতা দল ইউনাইটেড (জেডিইউ) ১৭টি এবং লোক জনশক্তি পার্টি (এলজেপি) ৬ আসনে লড়াই করবে। এর আগে ২০১৪ সালে পাটনা সাহিব লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয় পায় বলিউডি অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি রাজ্যসভার সাংসদও ছিলেন। পরে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। কিন্তু মন্ত্রীত্ব চলে যাওয়ার পর থেকেই দলের শীর্ষ নেতৃত্বের সাথে বিবাদে জড়িয়ে পড়েন শত্রুঘ্ন। দলের মধ্যে থেকেই একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দল বিরোধী মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসসহ কয়েকটি বিজেপি বিরোধী দলের সমাবেশেও হাজির ছিলেন তিনি। সেসময়ই বোঝা গিয়েছিল আসন্ন নির্বাচনে বিজেপি হয়তো তাকে প্রার্থী তালিকায় নাও রাখতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct