পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮ কৃতীকে পুরস্কৃত করলেন বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মানে৷
শনিবার সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে এই সম্মাননা হিসেবে এই সঙ্গীতশিল্পীর হাতে এক লাখ টাকা, উত্তরীয় এবং একটি স্মারক তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বঙ্গভূষণ পুরস্কার পেয়েছেন সঙ্গীতশিল্পী খিজমত ফকির, লোকনৃত্য শিল্পী গণৎ রাভা, লোকশিল্পী লক্ষণ দাস বাউল, যাত্রাশিল্পী চপল ভাদুড়ি এবং চিকিৎসক অভিজিৎ চৌধুরী ও বাংলাদেশের বিশিষ্ট শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা৷
এ ছাড়া 'বঙ্গবিভূষণ' পুরস্কার দেওয়া হয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও কবি নীরেন্দ্র নাথ চক্রবর্তীকে।
অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজকের এই দিনটা আমাদের কাছে খুবই ঐতিহাসিক ও স্মরণীয় দিন। ২০১১ সালের ২০ মে আমাদের মা-মাটি-মানুষের সরকার শপথ গ্রহণ করেছিল, তাই এই দিনটিতে আমরা বাংলার বিশিষ্ট মানুষদের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মান দিয়ে থাকি।
এটা আমাদের সরকারের সর্বোচ্চ পুরস্কার। এই সম্মান একটা বড় সম্মান। হয়তো আমরা গরিব হতে পারি বা আমাদের সব সামর্থ নাও থাকতে পারে। কিন্তু সম্মান জানানোর সার্থকতা যা মানুষকে মহান করে, পবিত্র করে, সুন্দর করে-তার বিকল্প অর্থ দিয়ে হতে পারে না।'
উল্লেখ্য, ২০১৫ সালে মরণোত্তর 'বঙ্গবিভূষণ' সম্মাননা দেওয়া হয়েছিল নজরুল সঙ্গীতশিল্পী প্রয়াত ফিরোজা বেগমকে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct