বীরভূমের সিপিএম প্রার্থীকে টোটো দিতে চান অনুব্রত মণ্ডল। সিপিএম প্রার্থীর বয়স হয়েছে। তাই হাঁটতে পারবেন না। সেজন্য তার উপকারে এগিয়ে আসতে চান অনুব্রত মণ্ডল! এভাবে রামচন্দ্র ডোমকে কটাক্ষ করলেও
বিজেপিকেও একসঙ্গে আক্রমন শানান অনুব্রত মন্ডল। শনিবার এক প্রচারসভায় ডোমকে কটাক্ষ করে অনুব্রত বলেন, বোলপুরে ভালো রাস্তা করে দিয়েছি হেঁটে বেড়াক। হাঁটতেও পারবেন না, বয়স হয়ে গেছে। টোটো বলে দেবো। এদিন অনুব্রত মণ্ডল ইলামবাজার এলাকায় জনসভা করেন। বলেন, সকাল সকাল ভোট দেবেন, ফোঁস করবেন, তারা করবেন, মারবেন না।
অনুব্রতকে যে কমিশন শো-কজ করেছে তা স্বীকার করে নিয়ে বলেন, সময়মতো জবাব দেব। নকুলদানার কথাও বলেন তিনি । পাথরচাপুড়ী, আজমীর শরীফে নকুলদানা পাওয়া যায়। নকুলদানার ভালো গুণ আছে। নকুলদানার যে কি গুণ তা ভোটের পর জানতে পারবেন। এদিন বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে বলেন, তিনি তো বীরভূম থেকে পালিয়ে গেলেন। তবে অনুব্রতর সভায় ভালো ভিড় হয়। তাই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বিজেপি সারা জেলায় এমন লোক করে দেখাক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct