ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার পর সেদেশের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান যে ভূমিকা নিয়েছেন তাতে তাকে নোবেল দেওয়ার জোরদার দাবি উঠেছে। এবার আমেরিকায় দাবি উঠল নিউজিল্যান্ডের মতো প্রধানমন্ত্রী চাই সেদেশে। নিউজিল্যান্ডে জঙ্গি হামলায় ৫০ জন নিহত হওয়ায় যেভাবে ঠান্ডা মাথায় মুসলিমদের পাশে দাঁড়িয়ে সেদেশকে শান্তি ও সৌহার্দ্যের বার্তা দিয়েছেন তা নজির সৃষ্টি করেছে। সেখানে মুসলিমদের সঙ্গে অমুসিলিমদের শান্তিপূর্ণ সহাবস্থানে কোনও খামতি নেই। তাই সেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সেই ভূমিকা দারুণ ভাবে প্রশংসিত হয়েছে প্রখ্যাত মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে। এই ইংরেজি দৈনিক নিউ ইয়র্ক টাইমসের সংবাদপত্রের সম্পাদকীয়তে আমেরিকায় যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডানের মতো একজন প্রেসিডেন্ট প্রযোজন তার পক্ষে জোর সওয়অল করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস তাদের সম্পাদকীয়তে এ নিয়ে শিরোনামও করেছে। হেডিং করেছে,‘জাসিন্ডা আরডানের মতো ভালো নেতা প্রয়োজন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের’।
সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, কোনও দেশে মানুষের মধ্যে আতঙ্ক কীভাবে দূরীভূত করতে হয়, তা জাসিন্ডা আরডানের কাছ থেকে বিশ্বের শেখা উচিত।
আরডান জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রয়োজনে ক্রাইস্টচার্চের হামলায় যে আধা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহৃত হয়েছে, সে ধরনের সব অস্ত্র নিষিদ্ধ ঘোষণা করায় তার প্রশংসা করা হয়েছে ওই সম্পাদকীয়তে। এ সম্পর্কে মিার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলা হযেছে,নিউজিল্যান্ডে একটি হত্যাযজ্ঞ সরকারকে সজাগ করে তুলল্ কিন্তু যুক্তরাষ্ট্রে একের পর এক হত্যাযজ্ঞ হলেও কিছুই হয় না। কঠিন সংকটের সময় নেতৃত্ব কেমন হওয়া উচিত, তা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডনের কাছ থেকে শেখা উচিত বলে মন্তব্য করা হয় নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct