শিলচর লোকসভা আসন অসমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে এবার জেতার জন্য মরিয়া এআইইউডিএফ। বদরুদ্দিন আজমলের এই দল এবার নতুন মুখ আনতে চাইছেন এই আসনে প্রার্থী করার জন্য। তাই শিলচর লোকসভা আসনে এআইইউডিএফ দলের টিকিটের দৌড় থেকে ২য় রাউন্ডে প্রায় ছিটকে গেলেন ডঃ কে এম বাহারুল ইসলাম। প্রাপ্ত সূত্রের খবরে জানা গেছে, দলের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন, দলের তরুণ বিধায়ক হিসাবে পরিচিত আলহাজ আনোয়ার হোসেন লস্কর (বাচ্চু) । উল্লেখ্য, শিলচর লোকসভা আসনের একাংশ ইউডিএফ কর্মী চাইছেন ভোটারদের মান জয় করতে পারেন এমন বক্তা, আর তিনিই প্রার্থী হন। সে দিক থেকে এগিয়ে আছেন বিধায়ক আনোয়ার লস্কর। তাই তাকে মাঠে নামলে আর বিজেপির ভোট কাটাকাটিতে সান্তোষমহান দেবের কন্যা সুস্মিত দেবকে কড়া ধাক্কা দেওয়া যেতে পারে বলে এইউআইডিএফ কর্মীদের ধারণা।
যদিও এর আগে প্রায় অর্ধমাস থেকে ডঃ কে এম বাহারুল ইসলাম ও বিধায়ক আনোয়ার হোসেনকে প্রার্থী করার দাবি জানিয়ে গলা ফাটাচ্ছেন ইউডিএফ কর্মীরা, কিন্ত বিধায়ক আনোয়ার হোসেন লস্করের তুলনায় ডঃ কে এম বাহারুল ইসলামের গ্রহণযোগ্যতা অনেক কম। কারণ আনোয়ার হোসেন লস্কর ভাল বক্তা। তাই তার ভাগ্যে শেষ পর্যন্ত জুটতে পারে শিলচর লোকসভা আসনের এআইইউডিএফ দলের টিকিট। তা এক প্রকার নিশ্চিত বলে এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct