কোন স্কুলছাত্র মাথার চুলে নতুন কোনও ছাঁট দিতে পারবে না। চুল কাটার কোন সেলুন যদি ওইসব ছাত্রদের চুলে নতুন স্টাইল করে দেয়, তাহলে তাদেরকে ৪০,০০০ টাকা জরিমানা করা হবে। আজব নিয়ম জারি হয়েছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভুয়াপুরে। সেখানকার স্থানীয় থানার ওসি এবং স্থানীয় শীল সমিতি এ বিষয়ে সম্প্রতি এক নোটিশ জারি করেছে। তবে স্থানীয়রা বলছে শুধু ভুয়াপুর নয়। পার্শ্ববর্তী থানা সখিপুরেও গত মাস থেকে একই ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছে। ভুয়াপুরের কিছু অভিভাবক এবং শিক্ষকরা নাকি সম্প্রতি স্থানীয় থানার ওসির কাছে গিয়ে অভিযোগ করেন যে স্কুলের শিক্ষার্থীরা বখাটে ছেলেদের অনুকরণ করে চুলের নানা ধরনের স্টাইল করছে। এতে তাদের চরিত্রহানীর সম্ভাবনা রয়েছে। এ নিয়ে ওসি মোঃ. রাশিদুল ইসলাম গত সপ্তাহে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় নাপিত সম্প্রদায়কে নিয়ে বৈঠক করেন। এরপর নোটিশ জারি করা হয়। তাতে বলা হয়, 'হেয়ার স্টাইল, দাঁড়ি ও গোঁফ মডেলিং সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে ... এবং এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে অর্থদণ্ডসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct