আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে প্রথম দফায় ২৮জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আর তাতেই পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির মধ্যে তীব্র বিবাদ শুরু হয়।বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২৮টি কেন্দ্রের প্রার্থীর নাম চূড়ান্ত হয়।অন্য দলের তুলনায় অনেকটা দেরিতে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ১১ এপ্রিল প্রথম দফায় এ রাজ্যের কোচবিহার এবং আলিপুরদুয়ার আসনে ভোট নেওয়া হবে। তারই মধ্যে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে।তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে বিজেপিতে যাওয়ায় নিশীথ প্রামাণিককে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। কিন্তু সদ্য দলে আসা নিশীথ প্রামাণিককে প্রার্থী করায় কোচবিহারে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। নিশীথের নাম ঘোষণার পরপরই কোচবিহারের বিজেপি কর্মীদের একটা বড় অংশ বিক্ষোভ দেখাতে থাকেন। জেলা সভাপতির গাড়ি পর্যন্ত ঘেরাও করা হয়। জানা গিয়েছে এই কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী নিশীথ প্রামানিক গত মাসের ২৮ তারিখ পর্যন্ত ছিলেন তৃণমূলের যুবনেতা। তাঁকে প্রার্থী করায় ক্ষোভের সঞ্চার হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct