কয়েক বছর ধরেই জার্মানিতে সরকারি চাকরিতে কর্মরত মহিলাদের হিজাব পরা নিয়ে বিতর্ক ওঠে। তার জেরে জার্মান সংসদের সিডিইউ-সিএসইউ-এর ডেপুটি চেয়ারম্যান কার্স্টেন লিনেমান জার্মানিতে ১৪ বছর বয়স পর্যন্ত কিশোরীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এবার জার্মানির আদালতে মহিলা বিচারপাতি ও আইনজীবীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি হল। জার্মানির বাভেরিয়া রাজ্যের একটি সাংবিধানিক আদালত এক রায়ে বলেছে, ওই রাজ্যে হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। নির্দেশ দেওয়া হল এখন থেকে আর এই রাজ্যের আদালতে বিচারক ও আইনজীবীরা হিজাব পরতে পারবেন না।
উল্লেখ্য, সম্প্রতি জার্মানির বাভেরিয়া প্রদেশ সরকার ইসলামী পোশাক হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করে। তার প্রতিবাদে স্থানীয় এক মুসলিম সংগঠন আদালতে আবেদন করে। ওই মুসলিম সংগঠনটি দাবি করে, বাভেরিয়া কর্তৃপক্ষের জারি করা এই নিষেধাজ্ঞা দেশের ধর্ম বিষয়ক আইন পরিপন্থী। কেননা বাভেরিয়ার আদালতে খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক ক্রুশ ঝোলানো হয়। আদালত সে অভিযোগ খারিজ করে জানিয়ে দেয়,
শুধু মহিলাদের ধর্মীয় পোশাক হিজাব নয়, পুরুষদের বেলায়ও সব ধরনের ধর্মীয় পোশাক পরে আদালতে আসা নিষিদ্ধ।