স্কুলের শিশু ছাত্র ভর্তি বাস চালক অপহরণ করে বাসচালক ৪৮ বছরের ইউসেনু। তারপর কয়েক শিশুকে তো তার দিয়ে বেঁধেই ফেলে সে। এরপর বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে ওইসব স্কুল ছাত্রদের বলেছিল, এখান থেকে কেউ তোমরা বাঁচবে না। কিন্তু রামি শেহতা নামে এক ১৩ বছরের ছাত্রের বুদ্ধিমত্তায় বেঁচে গেল প্রায় ৫১জন শিশু। ঘটনাটি ঘটেছে বুধবার ইতালির মিলান শহরে। জানা গেছে সেনেগাল বংশোদ্ভূত বাস চালক ইউসেনু বাস অপহরণ করে চেয়েছিল ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে। তা না হওয়ায় সে বসে আগুন ধরিয়ে ছাত্রদের মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু রামি শেহতা নামে ছাত্রটির বুদ্ধির জোরে বেঁচে যায় সবাই।
জানা গেছে, রামি শেহতা নিজের কাছে লুকিয়ে থাকা মোবাইল সেটটি দিয়ে প্রার্থনা করার ভান করে পুলিশের কাছে ফোন করে ঘটনাটি জানায়। খবর পেয়ে পুলিশ বাসের পেছনের জানালার কাচ ভেঙে শিশুদের উদ্ধার করে। তখন চারিদিক ধোঁয়ায় ভরে গেলেও পুলিশ সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এভাবে বুদ্ধির জোরে ৫১ জন ছাত্রের প্রাণ বাঁচানোর ফলে রামি শেহতা এখন হিরো বনে গেছে সে দেশে। সাহসিকতায় মুগ্ধ হয়ে রামিকে এখন ‘নায়ক’ বলছে ওর সহপাঠীরা। পুলিশ ও গণমাধ্যমের কাছে ‘নায়ক’ রামি শেহতার সাহসিকতার বর্ণনাও দিয়েছে এই শিশুরা। শিশুরা জানায়, বাস থামিয়ে চালক ইউসেনু অনেককে বেঁধে ফেলে। সবার কাছ থেকে মোবাইল ফোন সেট কেড়ে নেয়। কিন্তু রামি ওর মোবাইল ফোন সেটটি লুকিয়ে ফেলে। রামি শেহতা মাথা সিটের নীচে লুকিয়ে পুলিশের জরুরি নাম্বারে ফোন করলে দ্রুত চলে আসে ইতালি পুলিশ। তারপর তাদেরকে উদ্ধার করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct