আগেই আশঙ্কা ছিল। অবশেষে সেটাই হল। শাস্তির মুখে পড়লেন জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। উয়েফা কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, গত ১২ মার্চ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করে অশালীন ভঙ্গি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তা শৃঙ্খলাভঙ্গের শামিল বলে অভিযোগ ওঠে রোনাল্ডোর বিরুদ্ধে। এরপর উয়েফার তরফে ইঙ্গিত দেওয়া হয় শৃঙ্খলাভঙ্গের কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে রোনাল্ডো শাস্তি পাবেন কিনা। তারা বলেছিল, এ ব্যাপারে তদন্ত শেষ হলে রোনাল্ডোর শাস্তির সিদ্ধান্ত জানানো হবে ২১ মার্চ। সেই তদন্ত শেষে উয়েফা রোনাল্ডোকে ২০ হাজার ইউরো বা ভারতীয় মূল্যে প্রায় ১৬ লাখ টাকা জরিমানা দিতে হবে ঘোষণা করেছে।
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। জুভেন্টাসের বিপক্ষে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এর মধ্যে প্রথম গোলের পর নিজেদের দর্শকের দিকেই অশালীন ইঙ্গিত করে নিজেদের বীরত্বের কথা জানিয়েছিলেন কোচ ডিয়েগো সিমিওনে। এ জন্য পরে ক্ষমা চাইলেও তার শাস্তি দেওয়ার কথা বলে উয়েফা। পরের লেগে হ্যাটট্রিক করে রোনাল্ডো জুভেন্টাসকে জেতানোর পর প্রায় একই অঙ্গভঙ্গি করেছিলেন মাদ্রিদের কোচ ও সমর্থকদের উদ্দেশ্যে। তদন্ত শেষে উয়েফা জানিয়ে দেয় রোনাল্ডো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওন প্রত্যেককে ২০ হাজার ইউরো করে জরিমানা দিতে হবে।
উয়েফা সূত্র জানিয়েছে, রোনাল্ডোর বিরুদ্ধে শৃঙ্খলা নীতির ধারা ১১(২) (বি) ও ১১(২) (ডি) ভঙ্গের অভিযোগ আনা হয়। উপধারা ২(বি) তে অন্যকে অপমান করায় অভিযুক্ত করা হয় তাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct