ফার্সি নববর্ষ উৎসব নওরোজ উদযাপন শেষে কুর্দিরা বাড়ি ফেরার পথে প্রায় ২০০ যাত্রীবাহী ফেরি ডুবে গেল বৃহস্পতিবার। ঘটনাটি ঘটেছে ইরাকের মসুল শহরের কাছে টাইগ্রিস নদীতে। প্রাথমিকভাবে ৭৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেক যাত্রী।
কুর্দিদের ফার্সি নববর্ষ নওরোজ উদযাপন শেষে বাড়ি ফেরার পথে টাল সামলাতে না পেরে প্রায় ২০০ যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায় বলে মসুল সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে।
মসুল সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধান হুসাম খলিল জানান, 'ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী এবং শিশু; যারা সাঁতার জানতেন না। নওরোজ উদযাপন শেষে ওই নৌকাটিতে করে বাড়িতে ফিরছিলেন প্রায় ২০০ জন। ইরানে এই দিনটিকে ফার্সি নববর্ষ নওরোজ হিসেবে উদযাপন হয়ে থাকে। আর কুর্দিরা শিয়া সম্প্রদায়। আল জাজিরার সাংবাদিক নাতাশা গোনেইম জানান, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ফুটেজে অত্যন্ত হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, নদী পারাপারের সময় একটি ফেরি ডুবে যাচ্ছে। এ সময় ফেরিতে থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে টাইগ্রিস নদীতে লাফ দিচ্ছে এবং অন্যদের উদ্ধার করছে। এ সময় ফেরিডুবি দেখে নদীর তীরে অনেককেই আর্তনাদ করতে দেখা যাচ্ছিল।
তবে নিখোঁজ যাত্রীদের সন্ধানে তল্লাশি চলছে বলে মসুল সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে।