নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শ্বেতাঙ্গ সন্ত্রাসী হামলার ঘটনায় ৫০ জন নিহত হয়। তা নিয়ে নিন্দা বা দুঃখ জানাবার পরিবর্তে উল্টে মুসলমানদেরকে ‘কুকর্মকারী’ বলেছিলেন অস্ট্রেলিয়ার ইসলামবিদ্বেষী সিনেটর ফ্রাজার অ্যানিং। তা দেখে সহ্য করতে পারেনি ১৭ বছরের কিশোর উইল কনোলি। সে রাগে ওই সেনেটরের মাথায় এক হাতে ডিম ভেঙে অন্য হাতে মোবাইলে ভিডিও করে। তারপর তা আপলোড করে সোশ্যাল মিডিয়ায়। এর পর এখন সে শুধু অস্ট্রেলিয়া নয়, গোটা বিশ্বের ‘হিরো’ হিসেবে প্রশংসিত হয়েছে। এবার হিরো বনে যাওয়া ওই ডিম বালক বা এগ বয়কে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার তরুণীরা। অস্ট্রেলিয়ার অজস্র তরুণী তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আর তা আর লোকচক্ষুর আড়ালে নয়, প্রকাশ্য রাস্তায় রীতিমতো প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে।
জানা গেছে, অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মন্তব্যের প্রতিবাদ করতে মেলবোর্নের সিবিডি স্টেট লাইব্রেরিতে একটি সমাবেশ হয়েছিল। তাতে অংশ নিয়েছিল বহু তরুণী। ওই সব তরুণীদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। সে সব প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ডিম বালক তোমাকে বিয়ে করতে চাই’।
ডিম বালক হিসেবে রাতারাতি খ্যাত উইল কনোলি সেনেটরের মাথায় ডিম ভাঙা নিয়ে লিখেছে, ওই মুহূর্তে মানুষ হিসেবে আমি গর্বিত। আপনাদের বলতে চাই, মুসলমানরা সন্ত্রাসী নয়। সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। যারা মুসলমানদের সন্ত্রাসী সম্প্রদায় মনে করে, তাদের মাথা অ্যানিংয়ের মতোই শূন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct