পূর্ব লন্ডনের মসজিদগুলোতে যাতে শ্বেতাঙ্গ জঙ্গি হামলা না হয় তার জন্য পাহারা দিচ্ছিলেন অমুসলিমরা। কিন্তু শেষ রক্ষা হল না। গভীর রাতে বার্মিংহামের চারটি মসজিদে হামলা করল ইসলাম বিদ্বেষীরা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ছায়া গিয়ে পড়ল ব্রিটেনের বার্মিংহাম শহরে। ব্রিটিশ মিডিয়া সূত্র বলছে, গতকাল বুধবার গভীর রাতে বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে চারটি মসজিদে ভাঙচুর করে অজ্ঞাত দুষ্কৃতীরা। ভোরের নামাজ বা ফজরের নামাজের আগে দুষ্কৃতীরা হাতুড়ি আর লোহার রডের আঘাতে মসজিদের জানালা, দরজা ভাঙচুর করে। তারা অস্ত্রধারী থাকলেও কোনো গুলি চালানো বা হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে বার্মিংহামের মুসলিমদের মধ্যে। হামলার আশঙ্কায় বার্মিংহামের মসজিদের তরফ থেকে তারা শুক্রবারের জুম্মার নামাজের সময় কড়া নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছিল ব্রিটিশ পুলিশের কাছে। তার আগেই দুষ্কৃতীদের হামলার লক্ষ্য হয়ে উঠল বার্মিংহামের চারটি মসজিদ।
ব্রিটিশ সংবাদপত্রে বলা হয়েছে, গভীর রাতে উইটনের উইটন ইসলামিক সেন্টারে হামলা চালায় অজ্ঞাত দুষ্কৃতীরা। তারা মসজিদের সাতটি জানালা ও দুটি দরজা ভাঙচুর করা হয়। ওই মসজিদের ইমাম বলছেন, রাত দেড়টা থেকে ২ টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে।
এরপর দ্বিতীয় হামলার ঘটনা ঘটে ব্রিকফিল্ড রোডের মসজিদে। তাতেও দুষ্কৃতীরা থামেনি। এরপর তারা আক্রমণের লক্ষ্যবস্তু করে তোলে আলবার্ট রোডের মসজিদকে। তারপরও দুষ্কৃতীরা থামেনি। ব্রডওয়ের মসজিদেও হামলা চালায়। সর্বশেষ হামলা চালায় রাত ৩.১৪ মিনিট নাগাদ। এই হামলা চালানি হয় এর্ডিংটনের স্ল্যাড রোডের মসজিদে। যদিও ব্রিটিশ পুলিশের কাছে কোনো হতাহতের খবর নেই।
ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বলছে, রাতে হামলা হতে পারে বলে সতর্ক করা হলেও হামলা আটকানো যায়নি।
বার্মিংহাম মসজিদ কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, তারা মসজিদ হামলার ঘটনায় গভীরভাবে মর্মাহত। এক বিবৃতিতে বলা হয়, বার্মিংহাম মসজিদ একটি প্রার্থনার জায়গা, একটি শান্তির জায়গা। এমন ঘটনা ব্রিটেনের কলঙ্ক জনক অধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct