অবশেষে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার আদালতের নির্দেশে লন্ডন পুলিশের হাতে ধরা পড়লেন নীরব মোদি। ১৩ হাজার কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ভারত ছেড়ে বিদেশে পালিয়ে যান হিরে ব্যবসায়ী নীরব মোদি ও তার মামা মেহুল চোকসি। ১৭ মাস পরে লন্ডন পুলিশের কল্যানে নীরব মোদি এখন জেলে। মেহুল চোকসি অ্যান্টিগুয়ার নাগরিকত্ব নেওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মুশকিল হলেও নিরাবুর ক্ষেত্রে হয়নি। দেশের তদন্তকারী সংস্থা ইডি ইন্টারপোলের সাহায্য নেওয়ায় তারা নীরব মোদির গ্রেফতারের জন্য রেডি কর্নার নোটিশ জারি করে। দেশ ছেড়ে নীরব মোদি পালানোর আগে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করায় ব্যাপক শোরগোল হয়। বিরোধী দলের নেতারা নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সংযোগ নিয়ে সরব হয়। তারা দাবি তোলেন দেশে ফেরানোর। ঠিক ভোটের আগে লন্ডন পুলিশের হাতে নীরব মোদি ধরা পড়ার আগে ইডি কোনো নাগাল না পেলেও সেখানকার মিডিয়ায় প্রকাশিত হয় নীরব মোদি দামি গাড়িতে চড়ে লন্ডনের রাস্তায় ঘুরছেন। আর থাকছেন বিলাসবহুল ফ্ল্যাটে। তারপরই মঙ্গলবার লন্ডন পুলিশ নীরব মোদিকে গ্রেফতার করে । বুধবার তাকে ওয়েস্ট মিনিস্টার্স আদালতে তোলা হলে তার জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি। আগামী ২৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। কিন্তু অবাক ব্যাপার বিপুল টাকা জমা রেখে জামিনের আবেদন জানালেও নীরব মোদি জামিন পাননি। জানা গেছে, নীরব মোদির আইনজীবী তার জামিনের জন্য ৫ লক্ষ পাউন্ড যা ভারতীয় মূল্যে সাড়ে চার কোটি টাকার বিনিময়ে বিচারপতির কাছে আর্জি জানান জামিনের জন্যে। কিন্তু তাতেই শেষ রক্ষা হল না নীরব মোদির। আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct