ক্রাইস্টচার্চে জঙ্গি হামলার ৫০ জন মুসলিম হত্যার পর নিউজিল্যান্ডের পার্লামেন্টে সে দেশে আগ্নেয়াস্ত্র আইন সংশোধনের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান। যেমন কথা তেমন কাজ। প্রতিশ্রুতি রক্ষায় অবিচল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান। তাই নিউজিল্যান্ড জুড়ে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল সে দেশের সরকার। স্বয়ং প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান এই আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের কথা ঘোষণা করেছেন। যেহেতু ক্রাইস্টচার্চে স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করে শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন হত্যালীলা চালিয়েছিল। তাই সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই পদক্ষেপ নিলেন জাসিন্ডা আরডান।
সাধারণত নিউজিল্যান্ডের নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে থাকে। অন্যরা যাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে না পারে সে জন্য এই করে এ ধরনের নিষিদ্ধকরণ।
বৃহস্পতিবার রাজধানী ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে জাসিন্ডা আরডার্ন বলেন, সব ধরনের আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ধরনের অস্ত্র ক্রাইস্টচার্চে ব্যবহার করা হয়েছে।
আরডান আরও বলেন, আগামী ১১ এপ্রিল থেকে নিউজিল্যান্ডে এই স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র সাধারণের ব্যবহার নিষিদ্ধ কার্যকর হবে। তার ধারণা, এর ফলে নিউজিল্যান্ডের মানুষ সেখানে বসবাস করতে আরও নিরাপদ বোধ করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct