আসন্ন লোকসভা নির্বাচনের ফের বিতর্ক জুড়ে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপির প্রধান মেহবুবা মুফতি। তিনি বিজেপি সরকারকে একহাত নিয়ে বলেন, 'লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বজায় থাকবে। বিজেপির বিভিন্ন নেতাই তাদের সুফল হিসেবে পাকিস্তানের বালাকোটে জঙ্গী ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর অভিযানের কথা তুলে ধরছেন। সীমান্তে গোলাগুলিও লাগাতার চলবে।' মেহবুবার ইঙ্গিত বিজেপি নির্বাচনে মুনাফা করতেই উত্তেজনাকে টিকিয়ে রাখবে। এর আগেও বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করেছেন মেহবুবা। কিছুদিন আগেই পাকিস্তানে অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছিলেন, পুলওয়ামায় জঙ্গী হানা সত্ত্বেও পাক প্রধানমন্ত্রী ইমরান খান আরেকবার সুযাগ পাবার দাবি রাখে। আবার সরকার রাজ্যে জামায়েত ই ইসলামিকে নিষিদ্ধ করারও সমালোচনা করেছেন মেহবুবা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct