সামনের লোকসভার নির্বাচনে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেসের প্রস্তাবিত জোট ব্যর্থ হওয়ায় এবার চতুর্মুখী লড়াই দেখা যাবে। আর এর ফলে সবচেয়ে বেশি লাভ হবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপি। তৃণমূল সূত্রে খবর, জোট ভেস্তে যাওয়ায় আখেরে তাদেরই লাভ । তাদের অভিমত রাজ্যে অন্য বিশ্বাসযোগ্য ‘ধর্মনিরপেক্ষ শক্তি’ না থাকায় আসন্ন নির্বাচনে প্রায় ৩০ শতাংশ সংখ্যলঘু ভোট তাদের দখলেই যাবে। গত সপ্তাহে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে একতরফাভাবে বামেরা ২৫টি আসনে তাদের প্রার্থী ঘোষণার পরই কার্যত ভেস্তে যায় বাম-কংগ্রেস জোট প্রক্রিয়া। তৃণমূলের একটা অংশ মনে করছে বাম-কংগ্রেসের জোট না হওয়ায় তৃণমূল বিরোধী ভোট আরও ভাগাভাগি হবে। এতে কংগ্রেসের কর্মী-সমর্থকরা যারা মমতাকে পছন্দ করেন না আবার সিপিআইএম-কেও চায় না তারা এবার কংগ্রেসকেই ভোট দেবে। এতদিন এই ভোটগুলি বিজেপির দিকেই যেত। আবার সিপিআইএম-এর প্রতিশ্রুতিবদ্ধ ভোটাররাও জোট না হওয়ায় নিজেদের দলকে ভোট দেবেন। বাম-কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা না হওয়ায় উৎফুল্ল বিজেপি শিবিরও। সম্প্রতি নাগরিকত্ব (সংশোধনী) বিল আনার প্রচেষ্টার মধ্য দিয়ে সীমান্ত জেলাগুলিতে উদ্বাস্তুদের মধ্যে ভাল জায়গায় রয়েছে বিজেপি। এ ব্যাপারে বিজেপির এক নেতা বলেন, ' হিন্দু ভোটারদের একটা বড় অংশ তৃণমূলের সন্তুষ্টিকরণের রাজনীতি নিয়ে অখুশি। এরা বিজেপির পক্ষেই আছে।'বাম-কংগ্রেসের নেতারাও সহমত পোষণ করে বলেছেন, জোট না হওয়ার ফলে তাদের দুই দলের ওপরই নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে এবং এক থেকে দুইটির বেশি আসন জেতা সম্ভব নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct