এবার উর্দু ভাষাকে ভারতের ভাষা বলে দাবী করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) এক শীর্ষ নেতা ইন্দ্রেশ কুমার ।তিনি বলেন, ' উর্দু ভারতের ছিল, ভারতেরই আছে, ভারতেরই থাকবে। ' নয়াদিল্লিতে ন্যাশনাল কাউন্সিল ফল প্রমোশন অব উর্দু ল্যাঙ্গুয়েজের (এনসিপিইউএল) আয়োজনে শুরু হয় ষষ্ঠ বিশ্ব উর্দু সম্মেলন। এতে মূল ভাষণ দেন প্রখ্যাত লেখক, গবেষক সাইয়েদ তাকি আবিদি। স্বাগত বক্তব্য দেন সংস্থার প্রধান নির্বাহী শেখ আকিল আহমদ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। তাকি আবিদি তার বক্তব্যে উর্দু ভাষাভাষীদের এ ভাষাটি সংরক্ষণের তাগিদ দেন। তিনি প্রশ্ন করেন, কেউ কি আমাদেরকে বাসাবাড়িতে উর্দু সাইনবোর্ড বসাতে নিষেধ করেছে? কেউ কি আমাদেরকে উর্দুতে চিঠি লিখতে বাধা দেয়? কেউ কি আমাদেরকে উর্দু শুনতে বাধা দেয়? তিনি বলেন, বরং দেশে যত পিএইচডি হচ্ছে তার বেশিরভাগই হচ্ছে উর্দুতে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এর অবস্থা হচ্ছে, ভবনের সপ্তমতলায় খুব সুন্দর ডেকোরেশন, অথচ তার ভিত্তিই দুর্বল। ঠিক সেই সময় প্রধান অতিথি ইন্দ্রেশ কুমার বলেন, উর্দু ভাষা একটি ভারতীয় ভাষা। এটি ভারতীয় ভাষা ছিল, ভারতীয় ভাষা আছে এবং ভারতীয় ভাষা থাকবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct