গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে যে বর্বরোচিত হামলা হয়েছিল, তাতে পুরো বিশ্ব হতভম্ব হয়ে পড়েছিল। আগামী শুক্রবার ওই ঘটনার এক সপ্তাহ পূর্ণ হবে। ওই হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা এবং মুসলিম সম্প্রদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে আগামী শুক্রবার দেশটির সরকারি টেলিভিশন (টিভিএনজেড) ও রেডিও (আরএনজেড) জুম্মার আযান সরাসরি সম্প্রচারে উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার ক্রাইস্টচার্চের একটি স্কুল পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন ঘোষণা করেন। তিনি আরো জানান, হামলায় নিহতদের স্মরণে ওইদিন দুই মিনিটের নীরবতাও পালন করা হবে।
দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, স্বাভাবিকভাবে এ ধরনের ঘটনায় এক মিনিটের নীরবতাই পালন করা হয়ে থাকে। কিন্তু ক্রাইস্টাচার্চের হামলার ভয়াবহতা বুঝাতেই নীরবতার পরিধি দ্বিগুণ করে দেয়া হচ্ছে। ২০১০ সালেও পাইক রিভার বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দুই মিনিটের নীরবতা পালন করেছিল নিউজিল্যান্ড।
হামলার পর দ্বিতীয়বার ক্রাইস্টচার্চ পরিদর্শনে এসে জেসিন্ডা বলেন, আমরা মুসলিম সম্প্রদায়ের সাথে একাত্মতা পোষণ করছি। আমরা তাদেরকে সহায়তা করতে চাই, যেন তারা আবারো মসজিদে বিশেষ করে শুক্রবার মসজিদে ফিরতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct