নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত শুক্রবার দুটি মসজিদে ব্রেন্টন ট্যারান্ট নামে এক শ্বেতাঙ্গ জঙ্গি গুলি চালিয়ে ৫০ জনকে খুন করে। তা নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জঙ্গি হামলার জড়িত ব্যক্তির বিরুদ্ধে করা হুঁশিয়ারি দেন। নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা দেখাতে তিনি হিজাব পরে তাদের সঙ্গে দেখা করে আশ্বাস দেন, তারা সুবিচার পাবেন। এবার মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নজিরবিহীনভাবে নিউজিল্যান্ড সংসদের নিয়মের ব্যতিক্রম ঘটালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান।
ক্রাইস্টচার্চ হামলার পর নিউজিল্যান্ড সংসদের প্রথম অধিবেশন শুরু করা হয়েছে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফের বাণী পথের মাধ্যমে। মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করতে তিনি এই পদক্ষেপ নেন।
অধিবেশনের শুরুতে নিউজিল্যান্ডের পার্লামেন্টের অধিবেশন শুরুর আগে ইমাম নিজাম উল হক থানভিকে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের বাণী পাঠ করেন ওই ইমাম। সেটি ইংরেজিতে অনুবাদ পড়ে শোনান ইমাম তাহির নেওয়াজ।
কুরআন পাঠের পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান ‘আসসালামু আলাইকুম’ বলে পার্লামেন্টে তার বক্তব্য শুরু করেন। ক্রাইস্টচার্চ সন্ত্রাসী হামলায় অভিযুক্ত অস্ট্রেলীয় বন্দুকধারীর নাম উচ্চারণ না করার অঙ্গীকার করেন তিনি। মঙ্গলবার তিনি আরও বলেন, এ হামলাকারীকে ‘আইনের সর্বোচ্চ সাজা’ ভোগ করতে হবে।
তিনি আরো বলেন, এই সন্ত্রাসী কুখ্যাতি ছাড়া আর কিছুই পায়নি। কারণ সে একজন জঙ্গি। সে চরমপন্থী। তবে আমি যখনই তার ব্যাপারে কথা বলবো, তখন তার নাম মুখে আনব না। এভাবে সাফ জানান। সেই সঙ্গে নিহতদের পরিবারের উদ্দেশ্যে বলেন, কঠোর সাজা ভোগ করতে হবে ওই জঙ্গিকে।
তিনি বক্তৃতা শেষ করেন এই বলে যে' ওয়া আলাইকুম আস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এর ইংরেজি অনুবাদ পড়ে শোনানো হয় যার মর্মার্থ, তোমাদের উপর আল্লাহর শান্তি, করুণা ও আশীর্বাদ বর্ষিত হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct