এর আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ব্যর্থতার জন্য ভারতের কাছে ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি কাছে তারা অভিযোগ দায়ের করেছিল । যেখানে হেরে যায় পাকিস্তান। আর সে কারণেই মামলা দায়েরের ক্ষতিপূরণ হিসেবে উল্টে ভারতীয় ক্রিকেট বোর্ডকেই ২২ লক্ষ ডলার দিতে হয়েছে। বিষয়টি জানিয়েছেন পিসিবি প্রধান। ভারত-পাকিস্তান দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চুক্তি অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়সীমার মধ্যে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা। কিন্তু কেন্দ্র সরকারের নিষেধাজ্ঞার কারণে সেই সিরিজে খেলা সম্ভব হয়নি ভারতের পক্ষে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় আইসিসির কাছে মামলা করে পিসিবি। দুবাইয়ে শুনানিতে বিসিসিআই প্রমাণ করতে সক্ষম হয়েছে, কেন তারা খেলতে পারেনি। ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের জেরেই কেন্দ্র সরকার খেলার অনুমতি দেয়নি বলে জানায় বিসিসিআই। ফলে সেই মামলার খরচ বাবদ বিসিসিআইকে ২২ লক্ষ ডলার জরিমানা দিতে হয় পিসিবিকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct