এবার বিজ্ঞপ্তি দিয়ে সুইডিশ অভিবাসন বোর্ড মুসলিম সংখ্যালঘুদের সরাসরি শরণার্থী স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে। চিনের জিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে এবং বন্দি করে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠছে। যদিও ৩৭ হাজার মুসলিমকে সংশোধন কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে বেইজিং দাবি করছে। চিনে ১০ লক্ষের বেশি মুসলিমকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে এবং তাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে বলে মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে উদ্বেগ জানায় সুইডেন। তারা জানায়, মুসলিম সংখ্যালঘু অভিবাসনপ্রত্যাশীদের কোন আবেদন যেমন ফেরত দেওয়া হবে না তেমনি তাদের গ্রহণ করার পর আর প্রত্যাবাসনও করা হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct