ঋণের বোঝা, প্রত্যাশানুযায়ী ফসল না ফলার পাশাপাশি উৎপাদিত ফসলের দাম না পাওয়াসহ হাজারো রকমের সমস্যায় জর্জরিত উত্তরপ্রদেশের কৃষক সমাজ। প্রতিবছরই সেখানে কয়েক হাজার কৃষক আত্মহত্যা করছেন। সেটা মাথায় রেখে এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে আত্মহত্যার অনুমতি চাইলেন আগ্রার একজন কৃষক। প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধি প্রকল্পের দুই হাজার টাকা ফিরিয়ে দিয়ে ৩৯ বছরের কৃষক প্রদীপ শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে লেখা এক চিঠিতে জানান, দয়ার দান চাই না, আত্মহত্যার অনুমতি দিন। আমি আর বেঁচে থাকতে চাই না। এমনিতেই উত্তর প্রদেশের আগ্রা, হাথারাস ও মথুরা এলাকায় আলু চাষ করা খুবই কঠিন। অথচ রাজ্যের এখানেই সবচেয়ে বেশি আলু হয়। কিন্তু এবার আলু তোলার পর প্রতি কেজি আলুর দাম নেমে আসে মাত্র দু টাকায়। ফলে অত্যাধিক ফলন হওয়া সত্ত্বেও মুখে হাসি ফুটেনি আলুচাষিদের। নিজের চিঠিতে সেই আলুচাষি জানিয়েছেন, বিভিন্ন সময়ে নেওয়া তার ঋণের পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা। এই ঋণ শোধ করা তার পক্ষে কখনই সম্ভব নয় । এখন মুখ্যমন্ত্রী তাকে আত্মহত্যার অনুমতি দিলে তিনি বেঁচে যাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct