কলকাতা মানবিকতার নজির সবসময় রেখেছে। এবার ফের অঙ্গ দানের নজির তৈরি করতে এগিয়ে এসেছে সেই কলকাতাই।
ছয় বছরের সন্তানের মৃত্যুর পর তাঁর অঙ্গ দানের সিদ্ধান্ত নিয়েছেন পরিবারের সদস্যরা। গত বৃহস্পতিবার থেকে প্রবল জ্বরে ভুগছিল খড়দহ মিশন পাড়ার বাসিন্দা সূর্যপ্রভ চন্দ্র. গত শনিবার জ্বর এবং প্রবল বমি নিয়ে 3 টি বেসরকারি হাসপাতাল ঘোরার পর নিউ টাউনের ভাগীরথী নেওটিয়া হাসপাতলে ভর্তি করা হয় সূর্যপ্রভকে. চিকিৎসকেরা জানিয়েছেন এনসেফ্যালাইটিস এ আক্রান্ত হয়েছে সূর্যপ্রভ. Picu-তে রেখে তার চিকিৎসা শুরু করা হয়. সেখানেই গতকাল রাতে তার ব্রেন ডেথের কথা ঘোষণা করেন চিকিৎসকেরা.পরিবারের তরফে অঙ্গদান এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎসকদের একটি দল পৌঁছেছে নিউ টাউনের বেসরকারি হাসপাতাল টিতে. সূর্যপ্রভর কোন কোন অঙ্গ নেওয়া সম্ভব তা এই মুহূর্তে খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। ফের দুপুরের পর ব্রেইন ডেথ কমিটি আসবে। তাদের পরামর্শ অনুযায়ী অঙ্গদানের প্রক্রিয়া শুরু হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct