রাজ্য স্কুল সার্ভিস কমিশনের তরফে তৃতীয় কাউন্সেলিং শুরুর তারিখ ঘোষণার পরেও অনশনে অনড় উত্তীর্ণ হবু শিক্ষকরা। শুরু হয়েছিল ২৮ সে ফেব্রুয়ারি। আজ মঙ্গলবার কুড়ি দিনে পড়ল। দিনে প্রখর রোদ আর রাতে মশার কামড়। তবুও দাবি আদায় না হাওয়া অনশনে অনড় স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির পরীক্ষায় উত্তীর্ণ চাকুরি প্রার্থীরা। এরই মাঝে রবিবার রাতের ঝড় বৃষ্টির বাধা উপেক্ষা করে খোলা আকাশের নিচে কাটল ওদের রাত। কেউ কেউ আবার কোলে দুধের শিশু নিয়েও বৃষ্টিতে ভিজে অনশন করছেন।
প্রসঙ্গত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণরা দ্রুত নিয়োগের দাবিতে কলকাতা প্রেস ক্লাবের সামনে মেয়ো রোডে অনশন করছেন। ইতিমধ্যেই ৬৫ জনের বেশি হবু শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে একজনের ডেঙ্গি ধরা পড়েছে বলে খবর। এক মহিলার গর্ভস্থ ভ্রণ নষ্ট হয়েছে না খেয়ে থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য। তবুও মনের জোর কমেনি ওদের। এদিকে তৃতীয় কাউন্সেলিংয়ের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নবম ও দশম শ্রেণির প্রার্থীদের জন্য ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত কাউন্সেলিং চলবে। আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার জন্য পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের কাউন্সেলিং হবে ১৯ এবং ২০ মার্চ। যদিও অনশনকারীদের দাবি কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ফলাফল ঘোষণার পনের দিন আগে শূন্যপদ নবীকরণ করা উচিৎ ছিল অথচ তা করা হয়নি। ফলে তৃতীয় কাউন্সেলিং শুরু হলেও তারা বাদ পড়বেন কেননা ২০১৬ সালে পরীক্ষা হলেও ফল ঘোষিত হয় সতের সালে অথচ শূন্যপদ নবীকরণ করা হয়নি। যদিও কমিশনের তরফে নিয়ম মেনে কাউন্সেলিং করা হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগের দুটি কাউন্সেলিং এ প্রায় দশ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে। বর্তমানে নির্বাচনী বিধি কার্যকরী হওয়ায় নিয়োগ প্রক্রিয়া চালু থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। স্কুল সার্ভিস কমিশন অবশ্য কাজ চালিয়ে যেতে তৎপর। তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে তা জানানো হয়েছে বলে খবর। এদিকে অনশনকারীদের দাবি, তথ্য জানার অধিকার আইনে আমরা জানতে পেরেছি একেকটি জেলায় দেড় হাজার থেকে দুই হাজার শূন্যপদ আছে ফলে উত্তীর্ণ সাত হাজার পরীক্ষার্থীর নিয়োগ করা অসম্ভব নয়। সব্বাইকে নিয়োগ করা হবে নাকি আগের শূন্যপদ ধরে তৃতীয় কাউন্সেলিং করা হবে তা কিন্তু স্পষ্ট নয়। ফলে অচলাবস্থা কিন্তু থাকছেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct