সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বাঁকুড়ায় প্রচার শুরু করলেন তৃণমূলের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। সোমবার তিনি বাঁকুড়ার মন্দিরে পূজা, মসজিদ ও গীর্জায় প্রার্থনার মাধ্যপমে ভোটের প্রচার শুরু করেন। সংবাদমাধ্যম ও সাধারণ মানুষকে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের দলের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেশে, গত কয়েক বছর ধরে ভারতবর্ষে যে রাজনীতি বিজেপি করছে, তার প্রেক্ষিতে আজকের মূল ইস্যূ হল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা। তার সফলতার জন্যআই নির্বাচনের আগে মন্দিরে, মসজিদ ও গীর্জায় প্রার্থনা করা। সুব্রতবাবুর বক্তব্য প্রচারের প্রথম সূত্র ও সম্পর্ক হিসেবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় বাঁধেন।
এদিন সুব্রতবাবুর প্রচারে দলের হাজার হাজার নেতা কর্মী প্রচারে বের হন। বাড়ি বাড়ি প্রচারের সঙ্গে রোড শো সবই করলেন রাজ্যের এই পোড় খাওয়া রাজনীতিক। সুব্রত বাবু বাঁকুড়া কেন্দ্রে এবার প্রথম সাংসদ প্রার্থী। এখানে তৃণমূলের তরফে এর আগে ছিলেন চলচ্চিত্রভিনেত্রী মুনমুন সেন। তাকে আসানসোলে প্রার্থী করেন মমতা। বাঁকুড়া জয়ের বিষয়ে নিশ্চিত তৃণমূলের এই পোড় খাওয়া রাজনীতিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct