নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে শ্বেতাঙ্গ সন্ত্রাসী হামলায় ৫০ জনের মৃত্যুর পর তার রেশ অন্য দেশেও পড়েছে। নেদারল্যান্ডের উট্রেক্ট শহরে একটি যাত্রীবাহী ট্রামে এক সন্ত্রাসী নির্বিচারে গুলি চালিয়ে পালিযে গেছে। সন্ত্রাসীর গুলিবর্ষণে অন্তত তিনজন নিহত এবং ৯ জন আহত হয়েছে। উট্রেক্ট শহরের মেয়র জ্যান ভ্যান এই সন্ত্রাসী হামলা সম্পর্কে সংবাদমাধ্যমকে অবগত করেছেন। তিনি জানিয়েছেন, গুলিবর্ষণের পর আক্রমণকারী একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ওই ঘটনায় কমপক্ষে তিনজন মারা গেছে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে, উট্রেক্ট শহরের অক্তোবেরপ্লেইন জংশনের কাছে স্থানীয় সময় সকাল পৌনে দশটার দিকে। পুলিশ এলাকাটি ঘিরে রাখলেও সেখানে মানুষের যাতায়াত আপাত নিষিদ্ধ করেছে। এলাকায় ডাচ নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার টহল দিচ্ছে বলে জানা গেছে।
নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, তিনি এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। পূর্বনির্ধারিত একটি কর্মসূচিও বাতিল করে দিয়েছেন তিনি।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, তারা জঙ্গি হামলার কথা মাথায় রেখে তদন্ত শুরু করেছেন। নেদারল্যান্ডের জঙ্গিবাদ দমন বিভাগের সমন্বয়ক স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ‘ক্রাইসিস টিম’ গঠন করে দিয়েছেন। উট্রাখের ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারকে জরুরি বিভাগ ব্যবহার করতে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি। নেদারল্যান্ডের কেন্দ্রীয় পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলে তিনটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। অনেকে আহত হয়েছেন। তদন্তের স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। পুলিশের অভিযান চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct