রেকর্ড গড়েই চলেছেন মেসি। মেসি যে এখনো ফুরিয়ে যাননি বারে বারে তার প্রমাণ মিলছে তার পায়ের জাদুতে। বার্সেলোনায় প্রায় প্রতিদিন একটি করে রঙিন পালক যোগ হচ্ছে লিওনেল মেসির মুকুটে৷ রিয়াল বেটিসের বিরুদ্ধে লা লিগা ম্যাচে তেমনই একটি নতুন রেকর্ড গড়লেন মেসি৷ ছুঁলেন আরো একটি ক্লাব রেকর্ড৷ দলের অধিনায়কের এই সাফল্যের দিনে অনবদ্য জয় পেল বার্সেলোনা৷ আর তা মূলত মেসির জোরে। রিয়াল বেটিসকে ৪-১ গোলে হারাল বার্সেলোনা। দুরন্ত হ্যাটট্রিক করে মেসি বুঝিয়ে দিলেন তিনি এখনো অপ্রতিরোধ্য। যদিও চোট পাওয়ার আগে দলের হয়ে একটি গোল করে যান সুয়ারেজ৷ রিয়াল বেটিসের হয়ে একটি গোল শোধ করেন লরেন মোরোন৷
এদিন মাঠে নেমে মেসি বার্সেলোনার সর্বকালীন একটি রেকর্ড ছুঁয়ে ফেলেন৷ বার্সার জার্সিতে এটি তাঁর ৬৭৪ নম্বর ম্যাচে৷ এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন কিংবদন্তি ইনিয়েস্তাকে৷ মেসির মতো তিনিও বার্সেলোনার হয়ে ৬৭৪টি ম্যাচ খেলেছেন৷ সামনে শুধু জাভি৷ যিনি বার্সার হয়ে ৭৬৭টি ম্যাচ খেলেছেন৷
ম্যাচের শেষে মেসি ভেঙে দেন জাভির অন্য একটি রেকর্ড৷ বার্সেলোনার হয়ে মেসির এটি ৪৭৭ নম্বর ম্যাচ জয়৷ ক্লাবের জার্সিতে জাভি জিতেছেন ৪৭৬টি ম্যাচ৷ এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইনিয়েস্তা৷ তিনি বার্সেলোনার হয়ে ৪৫৯টি ম্যাচ জিতেছেন৷
বর্তমানে ২৮ রাউন্ডের শেষে বার্সেলোনার পয়েন্ট সংখ্যা ৬৬৷ অ্যাটলেটিকো দাঁড়িয়ে ৫৬ পয়েন্টে৷ তৃতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৫৪ পয়েন্ট৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct