ভারতের প্রথম লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন শ্যাম শরণ নেগি। ১৯৫১ সালের ২৫ অক্টোবর প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় ৩৩ বছরের তরতাজা যুবক ছিলেন শ্যাম শরণ। এত দিনে বহু সময় পেরিয়েছে। আত্মীয়স্বজন বহু মানুষ চোখের সামনে চলে গিয়েছেন। এবারের লোকসভা নির্বাচনেও ভোট দেওয়ার ইচ্ছে আছে তাঁর। হিমাচল প্রদেশের ১ হাজার ১১ জন শতবর্ষী ভোটারের একজন হলেন শ্যাম শরণ। তরুণ জনগোষ্ঠীকে ভোট দানে উৎসাহিত করতে শতবর্ষী এই ভোটার সামনে আনছে রাজ্য নির্বাচন কমিশন। আর তাতেই উঠে আসে শ্যাম শরণের নাম। যিনি আজ পযন্ত কখনই ভোট দেওয়া থেকে বিরত থাকেননি। নিজের ভোটটি দিয়ে তাঁর অধিকার নিশ্চিত করেছেন। কিন্নার জেলার কল্পা শহরের বাসিন্দা শ্যাম শরণ। এবারের লোকসভা নির্বাচনের সময় তাঁর বয়স হবে ১০১ বছর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct