ভবিষ্যতের ভূত সিনেমাটির নিষেধাজ্ঞার উপর হস্তক্ষেপ করে প্রর্দশনের নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের মূখ্যসচিব, সরাষ্ট্র সচিবকে, ডিজেপি কেও বলা হয়েছে। এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। রাজ্য প্রশাসনও যেন এ ব্যাপরে সহযোগিতা করে সেকথাও বলেছে সুপ্রিম কোর্ট।
ঘটনা কি ? গত ১৫ ফেব্রুয়ারী অনিক দত্ত পরিচালিত ভবিষ্যতের ভূত সিনেমাটি মুক্তি পায়। কলকাতার একাধিক সিঙ্গেল ও মাল্টি প্লেক্স স্ক্রীনে তা প্রর্দশনের কথা হলেও তা বন্ধ করে দেয় পুলিশ। এরপরেই শোরগোল পড়ে যায় কলকাতার চলচিত্র মহলে। সূত্রের খবর, পরিচালক অনিক দত্তের কাছে কলকাতা পুলিশের লালবাজারের অফিসাররা আগে সিনেমাটি দেখতে চান। তারা যুক্তি দেন, সিনেমাটির মধ্যে এমন কিছু আছে যেটাতে রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। সেই কারনে সিনেমাটি তারা আগে দেখতে চায়। পরিচালক অনিক দত্তের যুক্তি ছিলো, সিনেমাটি রিলিজ হবার আগে সেন্সর বোর্ড দেখে রিলিজের অনুমোদন দিয়েছে। সেক্ষেত্রে অন্য কোন পক্ষ সিনেমাটির কনটেন্ট এর উপর হস্তক্ষেপ করতে পারে না। ১৬ ফেব্রুয়ারী সিনেমাটি কলকাতার সব হলেই প্রদশন বন্ধ হয়ে যায় প্রতিবাদে নামেন পরিচালক অনিক দত্ত সহ বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেতা কৌশিক গাঙ্গুলী সহ অনেকেই। প্রতিবাদ সভা হয় কলকাতার মধূসধন মঞ্চেও। সিনেমাটি বন্ধ করার নেপথ্যে রাজ্য সরকার ও শাষকদলের অদৃশ্য নির্দেশ ছিলো বলে মনে করছেন চলচিত্র জগতের একাংশের। প্রতিবাদী অভিনেতা- অভিনেত্রীরা জানান, আজ ভবিষ্যতের ভূত প্রদশন বন্ধ করে দিচ্ছে। এরপর অন্য কোন সিনেমাও বন্ধ করে দেবে। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্হ হলে সুপ্রিম কোর্ট সিনেমাটি প্রর্দশনের নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের এহেন নির্দেশে খুশী রাজ্যের সিনেমা প্রেমীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct