সাম্প্রতিক অতীতে বিজেপি কিংবা সংঘ পরিবারের বিরুদ্ধে আওয়াজ তুললেই, তার গায়ে দেশদ্রোহীর তকমা সাঁটিয়ে দেওয়া হয়েছে। তিনি মুসলমান হলে তো তাকে সরাসরি পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এবার সেই একই সুরে দেশের শীর্ষ আদালতে আর্জি জানানো হলো। ভারতীয় মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার আর্জি নিয়ে এদিন সুপ্রিম কোর্টে মামলা করলেন এক ব্যক্তি। ওই মামলার বিষয়বস্তু শুনে মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েন সুপ্রিম কোর্টের বিচারপতি রোহিংটন নরিম্যান। সঙ্গে সঙ্গেই সেই মামলা খারিজ হয়ে যায় দেশের শীর্ষ আদালতে। মামলাটি বিচারপতি রোহিংটন নরিম্যান ও বিচারপতি বিনীত সারান-এর এজলাসে ওঠার পরেই আবেদনকারীর আইনজীবী কে তার বিষয়বস্তু জোরে জোরে পড়তে বলেন। মামলাকারীর আইনজীবী সেটি পড়ার পর তা শুনে ক্ষোভে ফেটে পড়েন বিচারপতিরা। মামলাকারীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, 'আপনি সত্যিই কি এটা নিয়ে শুনানি চান? এটা আমরা শুনবো, তারপর আপনাকে কড়া ভৎসনা ও করব।' বিচারপতির এই প্রশ্নের জবাবে উত্তরে না বলেন মামলাকারী। তাতেই মামলাটি খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct