কাশ্মীরের তেহরিক-ই-হুররিয়াত দলের প্রধান মুহাম্মদ আশরাফ শেহরেই বলেন, \'কাশ্মীর একটি রাজনৈতিক ইস্যু। এটা কোনও আইনশৃঙ্খলা সংকট না। কাশ্মীর কোনও সুশাসন কিংবা কুশাসনের সমস্যা চলছে না। এটা কোনও আঞ্চলিক বিতর্কের বিষয়ও না। এটা হচ্ছে এখানকার জনগণের আশা-আকাঙ্ক্ষার ইস্যু।\' রাম মাধবের দেওয়া এক বিবৃতির প্রতিক্রিয়ায় তিনি বলেন, \'জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে কাশ্মীর হচ্ছে রাজনৈতিক সংকটের নাম। ইতিহাসের দৃষ্টিভঙ্গি বিবেচনায় নিয়ে কাশ্মীর সংকট সমাধানে ভারত কখনোই গুরুত্ব দেয়নি। নয়াদিল্লি যদি মনে করে সামরিক শক্তি দিয়ে তারা কাশ্মীর সংকটের সমাধান করবে, তবে তা হবে তাদের সবচেয়ে বড় ভুল। সত্যিকার অর্থে কাশ্মীর রাজনৈতিক ও মানবিক সংকটের নাম। নয়াদিল্লি সবসময় কাশ্মীরে সামরিক মনোভাব ও এজেন্ডা নিয়ে এগিয়েছে। সেখানে তাদের কোনো রাজনৈতিক প্রক্রিয়া নেই। এমনকি কাশ্মীর সংকট মোকাবেলায় তাদের এমন কোনো চিন্তাও দেখা যায়নি। কাশ্মীরকে কঠোর হস্তে দমন করতে চাচ্ছে ভারত।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct