ক্রাইস্টচার্চ মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনার পরই বিশ্বের বাকি ক্রিকেটারদের পাশাপাশি ভারতের অধিনায়ক বিরাট কোহলিও উদ্বেগ প্রকাশ করেছেন। ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনার নিন্দা করে কোহলি বলেন, 'এই কাপুরুষোচিত হামলায় যারা ভুক্তভোগী, তাদের প্রতি আমার সমবেদনা রইলো।' পাশাপাশি বাংলাদেশী ক্রিকেটাররা নিরাপদে থাকুক বলেও শুভকামনা জানিয়েছেন কোহলি। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে কথা বলে খোঁজ নেন। ক্রাইস্টচার্চের ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে আফ্রিদি বলেন, নিউজিল্যান্ডকে অনেক নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ মনে করি আমি। সেখানকার মানুষও বন্ধুত্বপূর্ণ। তামিমের সাথে কথা হলো, বাংলাদেশ ক্রিকেট দল ও স্টাফরা নিরাপদে আছেন এটা স্বস্তিদায়ক। বিশ্বের উচিৎ ঘৃণার বিরুদ্ধে এক হওয়া, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct