আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র লক্ষ্য পৃথিবীর উপগ্রহ চাঁদ ও মঙ্গলগ্রহে একজন মহিলাকে পাঠানোর। তারা জানিয়েছে, মঙ্গলগ্রহে প্রথম পা রাখবেন একজন মহিলা। তবে সে মহিলার নাম প্রকাশ করা হয় নি। নাসার প্রশাসক জিম ব্রাইডেনস্টিন বলেছেন, পরবর্তী ধাপে চাঁদের বুকে পাঠানো হবে একজন মহিলাকে। আর মঙ্গলগ্রহে প্রথম পা রাখবেন যিনি তিনিও হবেন একজন মহিলা। সায়েন্স ফ্রাইডে নামের একটি রেডিও টকশোতে তিনি এমনটা বলেছেন । এ ছাড়া আগামী মাসে নাসা স্পেসওয়াক নামে একটি মিশন পরিচালনা করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct