জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর ওপর জঙ্গি হামলার পর পাকিস্তানে ভারতীয় বিমান হামলার প্রতিবাদে দেশজুড়ে বলিউডের সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করে পাকিস্তান। সিনেমা হলে ভারতীয় ছবি না থাকায় এবার বন্ধ হতে চলেছে পাক সিনেমা হলগুলো। বেকার বসে আছেন বলিউডে কাজ করেন এমন পাকিস্তানি শিল্পীরাও। এর আগেও উত্তেজনার প্রেক্ষিতে সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল পাকিস্তানে। কিন্তু পরে দেখা গিয়েছে, এতে বেশি ক্ষতির শিকার হয় বিনোদনের জন্য বলিউড নির্ভর পাকিস্তানই। বর্তমানে পাকিস্তান জুড়ে ১২০টি সিনেমা হল রয়েছে। যেগুলোতে একটি ভাল সিনেমা দুই সপ্তাহ ধরে চলে। কিন্তু পাকিস্তানের খুড়িয়ে চলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বছরে মুক্তি পায় মাত্র ১০/১৫ টি ছবি। এগুলোর বাজেট-মান কোনটাই ভাল নয়। অথচ ব্যবসা টিকিয়ে রাখতে দরকার কমপক্ষে ২৬টি ভাল চলচ্চিত্র। পাকিস্তানি বিনোদন সাংবাদিক হাসান জাইদি বলেন, ‘পাকিস্তানি সিনেমা ব্যবসার ৭০ ভাগ আয় আসে ভারতীয় সিনেমার মাধ্যমে। বলিউড ছাড়া আমাদের ইন্ডাস্ট্রি টিকবে না। এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে বাধ্য হবে সরকার।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct