জাতীয় ফুটবল দলের হয়ে তিনি স্ট্রাইকারের ভূমিকা পালন করেন, অথচ ঘরোয়া ফুটবল খেলতে হয় ডিফেন্ডার হিসেবে। বিষয়টি জেনে অনেকেই অবাক হতে পারেন, কিন্তু এটিই সত্যি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কয়েকজন ‘স্ট্রাইকার’কে ক্লাবের কোচরা খেলার রক্ষণ সেনা হিসেবে নিয়েছে। বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকার মাহবুবুর রহমান সুফিল, সাদউদ্দিন এটার সবচেয়ে বড় উদাহরণ। জাতীয় ফুটবল দলের নতুন ইংলিশ কোচ জেমি ডে হতাশ হয়েছেন, যখন দেখেন জাতীয় দলের হয়ে যাদের স্ট্রাইকার হিসেবে গড়ে তুলছেন, ঘরোয়া ফুটবলে তারাই রক্ষণভাগে নেমে খেলছেন। তবে হার মানতে রাজি নন বাংলাদেশ কোচ। অনূর্ধ্ব-২৩ দল নিয়ে তিনি এখন কাতারে। প্রস্তুতি নিচ্ছেন এএফসি অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতার। কাতারের ক্যাম্পেই ‘তৈরি’ করছেন স্ট্রাইকার। ঘরোয়া লিগে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন যাকে রাইটব্যাক খেলিয়ে থাকেন, সেই সুফিলই বাহরাইনে হতে যাচ্ছেন ইংলিশ জেমির ‘নাম্বার নাইন।’ তিনিই তো কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুর্দান্ত এক রানিংয়ে জয়সূচক গোলের মূল নিয়ামক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct